আইসিসি কেন ডিআরএসের খরচ দেয় না, প্রশ্ন ছুঁড়লেন স্টার্ক
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস প্রযুক্তির খরচ কেন আইসিসি বহন করে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, পুরো বিশ্বের ক্রিকেটে একক প্রযুক্তি ব্যবহৃত হওয়া উচিত, যাতে বিতর্কের সম্ভাবনা কমে যায়।
বর্তমানে চলমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে রিয়েল টাইম স্নিকোর (আরটিএস) বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দুই দল। বিশেষ করে, গত রোববার অ্যাডিলেড টেস্টে স্নিকো সংক্রান্ত সমস্যা থাকার কারণে ম্যাচ রেফারি ইংল্যান্ডকে একটি রিভিউ ফিরিয়ে দিতে বাধ্য হন।
ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের জন্য দুটি প্রযুক্তির অনুমোদন রয়েছে আইসিসির—একটি স্নিকো, অন্যটি আলট্রা এজ। তবে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে, তা নির্ভর করে স্বাগতিক বোর্ডের সিদ্ধান্তের ওপর। তারা নিজেদের সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে স্নিকো বা আলট্রা এজ ব্যবহার করে। এবারের অ্যাশেজে, যেমন, ফক্স স্নিকোমিটার ব্যবহার করছে।
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে স্নিকোই অ্যালেক্স ক্যারির রিভিউতে ভুল সিদ্ধান্তের কারণ ছিল। পরবর্তীতে স্নিকো কর্তৃপক্ষ জানিয়েছিল যে অপারেটরের ভুল ছিল, ফলে ম্যাচ রেফারি জেফ ক্রো ইংল্যান্ডের রিভিউ ফিরিয়ে দেন। এরপর ইংল্যান্ডের জেমি স্মিথের সিদ্ধান্ত নিয়ে আরও বিতর্ক সৃষ্টি হয়, যেখানে স্নিকো ব্যবহার নিয়ে দুই দল অসন্তুষ্ট ছিল। স্টার্ককে স্টাম্প মাইকে বলতে শোনা গেছে, ‘এটা বাদ দেওয়া উচিত।’
অ্যাডিলেড টেস্ট শেষে, একই কথা বলেছেন স্টার্ক। তিনি বলেন, ‘সব দেশের জন্য একই প্রযুক্তির ব্যবস্থা করা উচিত, আর সেটা আইসিসির তত্ত্বাবধানে হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘এটা সবার জন্য হতাশাজনক, দর্শক, অফিশিয়াল, ব্রডকাস্টার সবাই এর দ্বারা প্রভাবিত হয়। অফিশিয়ালরাও এই প্রযুক্তি ব্যবহার করেন, তাহলে আইসিসি কেন এর খরচ বহন করে না? কেন সব বোর্ড একসঙ্গে একই প্রযুক্তি ব্যবহার করবে না? আমরা কেন প্রতিটি সিরিজে একই প্রযুক্তি ব্যবহার করব না, যা হয়তো বিতর্ক এবং হতাশা কমাবে?’
ক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ডিআরএস প্রযুক্তির প্রটোকল পর্যালোচনার জন্য আইসিসিকে অনুরোধ করবে। তবে, এই অ্যাশেজ সিরিজের বাকি দুই টেস্টেও স্নিকো ব্যবহার করেই খেলতে হবে দুই দলকে। ইতিমধ্যে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রেখেছে।

